পাকিস্তানে বাড়ির ওপর আছড়ে পড়লো সামরিক বিমান, নিহত ১৭

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুশীলনের সময় একটি সামরিক বিমান আবাসিক এলাকায় একটি বাড়ির ওপর আছড়ে পড়লে পাঁচ সেনাসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) ভোর হওয়ার আগে আছড়ে পড়ে বিমানটি।

- Advertisement -

মোরা কালু গ্রামের ওই বাড়িতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং বিমান ও বাড়ি ধ্বংস হয়ে যায়। বিমানের ধ্বংসাবশেষ ও প্রমাণ অনুসন্ধানের জন্য সেনা ও পুলিশ আবাসিক এলাকাটি ঘেরাও করে রেখেছে।

- Advertisement -google news follower

পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক বিমানটি রুটিন অনুশীলন ফ্লাইট পরিচালনা করছিল। এসময় সেটি বিধ্বস্ত হয়। তবে এর বেশি কিছু জানায়নি তারা।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, নিহত পাঁচ সেনার মধ্যে সেনাবাহিনীর দুই পাইলট রয়েছেন। এছাড়া ১২ জন বেসামরিক লোক।

- Advertisement -islamibank

সরকারি জরুরি সেবা সংস্থার এক কর্মকর্তা ফারুক বাট জানিয়েছেন, হতাহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সবাই অগ্নিদগ্ধ। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।- খবর গ্লোবাল টাইমস

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM