খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটায় জরিমানা

খাগড়াছড়ির গুইমারায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন পালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

সোমবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের নিবার্হী হাকিম মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। এসময় মাটি পাচারে ব্যবহৃত ২টি গাড়ি ও ১টি স্কেভেটর জব্দ করা হয়।

- Advertisement -google news follower

নিবার্হী হাকিম মাসুদ রানা জানান, প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল দোষ স্বীকার করে ৫০ হাজার টাকা পরিশোধ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে নিজে না জড়ানোর প্রতিশ্রুতি দেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বিভীষন কান্তি দাশ বলেন, পাহাড় কাটা ও মাটি পাচারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাহাড় কাটার বিষয়ে কোনো তথ্য পেলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জয়নিউজ/শ্যামল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM