মশক নিধন অভিযানে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান মেয়র নাছিরের

0

নগরে ডেঙ্গুজ্বর প্রতিরোধে মশক নিধন অভিযানে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানালেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২৯ জুলাই) দুপুরে মেয়র নাছির তাঁর নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান।

এতে তিনি বলেন, চসিকের ৪১ ওয়ার্ডের আওতাধীন ১৫টি থানা, সাংগঠনিক ৪৩টি ওয়ার্ডসহ বিভিন্ন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত সকলকে চলমান ডেঙ্গুবিরোধী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।

তিনি আরো বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিটি ওয়ার্ডে মশক নিধন অভিযান অব্যাহত রেখেছে। এ কার্যক্রমে কোনোরূপ গাফিলতি হলে চসিকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করুন।

তাছাড়া কোনো এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করা না হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের হটলাইন 16104 এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

জয়নিউজ/পিডি/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM