ফেসবুকে গুজব ছড়ানোয় মাদ্রাসা শিক্ষক আটক

0

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. দিদারুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব।

আটক দিদার নোয়াখালী সুধারামের দারুল ইসলাম মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক ও উত্তর ফকিরপুল গ্রামের শামছুল হকের ছেলে। এ ঘটনায় সোমবার (২৯ জুলাই) সকালে সুধারাম থানায় একটি মামলা করা হয়েছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ অধিনায়ক নরেশ চাকমা জানান, দীর্ঘদিন ধরে মাদ্রাসা শিক্ষক দিদার বিভ্রান্তিমূলক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ ধর্মীয় উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করে বিভিন্ন মিথ্যা তথ্যও প্রচার করছিলেন তিনি।

জয়নিউজ/আতোয়ার/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM