ডেঙ্গু: কার্যকর ওষুধ প্রয়োগে প্রধানমন্ত্রীর নির্দেশ

0

ডেঙ্গু মোকাবিলায় কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার (২৮ জুলাই) রাজধানীর ধানমণ্ডীতে বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান।

ওবায়দুল কাদের জানান, ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এডিশ মশা নিধনে কার্যকর ওষুধ প্রয়োগ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ডেঙ্গুকে সহজভাবে নিচ্ছে না সরকার। ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারাদেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে ৮ জন মারা গেছে। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে এ সংখ্যা প্রায় ৩৩ জন।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM