পাহাড়তলীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪

0

নগরের পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া চারটি মোটরসাইকেল ও চুরির বিভিন্ন সারঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের উজিপুরের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৬), ফেনীর ছাগলনাইয়ার মৃত সালেহ আহাম্মেদের ছেলে সাহাব উদ্দিন (৩৮), আকবরশাহর মো. হারুনের ছেলে মো. রাসেল (২৩) ও ফেনীর সোনাগাজীর সোনাপুর এলাকার রসূল আহম্মদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮)।

পাহাড়তলী থানার ওসি মো. মঈনুর রহমান বলেন, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরাই সদস্যের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে চুরি হওয়া চারটি মোটরসাইকেল ও চুরির বিভিন্ন সারঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM