হাটহাজারীতে ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি

হাটহাজারীতে ছেলেধরা সন্দেহে মো. মুমিন (১৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। মুমিন পৌর এলাকার উত্তর মিরেরখিল গ্রামের খন্দকার পাড়ার আবদুস শুক্কুরের ছেলে বলে জানা গেছে।

- Advertisement -

শুক্রবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে পৌর এলাকার চন্দ্রপুর গ্রামের মাটিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে জনতার গণপিটুনি খেয়ে ওই যুবক কোনোমতে নিজের প্রাণ বাঁচিয়ে প্রায় ৪শ মিটার দূরে আব্বাছিয়ার পুল এলাকার পালিয়ে আসেন।
এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাক্তার রিদুয়ান মুঠোফোনে এ জয়নিউজকে জানান, গণপিটুনিতে যুবকের মাথার বিভিন্নস্থানে জখম হয়েছে। ইতোমধ্যে ওই যুবক একবার বমিও করেছে। তাছাড়া গণপিটুনির শিকার হওয়া কোনো ব্যক্তি বমি করা মানে তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তৌহিদুল করিম জয়নিউজকে বলেন, রাত ১১টার দিকে পৌর এলাকার চন্দ্রপুর গ্রামের মাটিয়া মসজিদ এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট রেল লাইনের পার্শ্বে ছেলেধরা গুজব আতঙ্ক ছড়িয়ে মুমিন নামে এক যুকবকে গণপিটুনি দেওয়া হয়েছে। খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM