ফিলিপাইনে ভূমিকম্প, ৮ জনের মৃত্যু

ফিলিপাইনে শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু ও ৬০ জন আহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে শনিবার (২৭ জুলাই) সকালে ভূমিকম্প দুটি আঘাত হানে।

- Advertisement -

প্রদেশের ইতবায়াত শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় ভোর ৪টা ১৬ মিনিটে। শক্তিশালী এ ভূমিকম্পে প্রকম্পিত হয় গোটা শহর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৪।

- Advertisement -google news follower

শনিবার সকাল ৭টা ৩৭ মিনিটে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬.৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫.৯ বলে জানানো হয়।

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফিলিপাইন সরকারের ভূমিকম্প বিষয়ক দপ্তর জানিয়েছে, এতে সুনামির আশঙ্কা নেই।
শহরের মেয়র রাল ডি সাগোন বলেন, ভূমিকম্পে ৮ জনের মৃত্যু এবং আনুমানিক ৬০ জন আহত হয়েছেন। তবে আহতদের সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রথম ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন মানুষজন ঘুমাচ্ছিলেন।– এএফপি

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM