সিরিয়ার অখণ্ডতা রক্ষায় অঙ্গীকার

সিরিয়া ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে সিরিয়ার স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় সবকিছু করার অঙ্গীকার করেছে তিন দেশ রাশিয়া-ইরান ও তুরস্ক।

- Advertisement -

শুক্রবার (৭ সেপ্টেম্বর) তেহরানে সিরিয়া বিষয়ক শীর্ষ বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর পার্সটুডের।

- Advertisement -google news follower

বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় সব সন্ত্রাসীগোষ্ঠী নির্মূল না হওয়া পর্যন্ত পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সামরিক নয়, রাজনৈতিক প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা হবে। রাজনৈতিক সমস্যা সমাধানে সংবিধান সংক্রান্ত কমিটি গঠনে সহযোগিতা করা হবে। এছাড়া বৈঠকে সিরিয়ার সব শরণার্থীকে স্বদেশে প্রত্যাবর্তন ও তাদের শান্তিপূর্ণ জীবনযাপনের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সহযোগিতা কামনা করা হয়েছে।

- Advertisement -islamibank

একইসঙ্গে সিরিয়ায় ভূমি মাইন সরানোর কাজ জোরদারের পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন এবং ঐতিহ্য রক্ষায় সবার সহযোগিতা চেয়েছে তিন দেশ।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM