কাপ্তাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় চন্দ্রনী পাহাড়ের উপর অজ্ঞাত এক উপজাতীয় যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৫টায় এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকার দূর্গম চন্দ্রনী পাহাড়ে কাঠ কাটতে গেলে গলিত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখতে পায় স্থানীয়রা।

এসময় যুবকটির পরনে একটি শর্ট প্যান্ট ও পাশেই ছেঁড়া একটি গেন্জিসহ পাওয়া গেছে দুটি লাঠি। লাশের চারচাশে ছড়িয়েছে দুর্গন্ধ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়নিউজকে বলেন, লাশের শরীরের অবস্থা খুবই গুরুতর ছিল। শরীরের দুটো আঘাতের চিহ্ন থাকলেও লাশটি গলিত হওয়ায় তা অস্পষ্ট হয়ে গেছে।

লাশের ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে পাঠানো হয়েছে।

জয়নিউজ/নজরুল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM