টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ উত্তাপ শেষ হয়েছে আগেই। চলছে বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ। শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিমের নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। যাতে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে টাইগার বাহিনীকে।

- Advertisement -

শুক্রবার (২৬ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

- Advertisement -google news follower

সিরিজের আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি। বিশ্বকাপ শেষ করেই ছুটি চেয়ে নিয়েছিলেন সাকিব, লিটন। তাই টাইগারদের নেতৃত্বভার দেওয়া হয়েছে তামিম ইকবালকে। ওয়ানডের ১৪তম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বিদায় জানাচ্ছেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।

সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এবং ৩১ জুলাই।দিবারাত্রির তিনটি একদিনের ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে।

- Advertisement -islamibank

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল(অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা এবং লাসিথ মালিঙ্গা

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM