থেমে নেই দখল

0

ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকান। দেখে হঠাৎ মনে হতে পারে, কোনো বাজার এলাকায় চলে এসেছেন আপনি। প্রতিদিন একটা-দুইটা করে বাড়ছে দোকানের সারি।

ব্যস্ততম সড়কটিতে ভোর থেকে রাত পর্যন্ত চলে বেচাকেনা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক মহলের প্রশ্রয় আর পুলিশকে মাসোহারা দিয়ে চলছে এ রমরমা ব্যবসা। সন্ধ্যা নামতেই গাঁজা সেবন নাকি হরহামেশাই চলে লোকচক্ষুর সামনে।

নগরের মেরিনার্স সড়ক থেকে ছবি তুলেছেন বাচ্চু বড়ুয়া।‘‘

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM