কক্সবাজারের শওকত পেল মেয়রের অনুদান

0

আর্থিকভাবে অস্বচ্ছলদের সহযোগিতা করার অনেক নজির রয়েছে নগরপিতা আ জ ম নাছির উদ্দীনের। দাপ্তরিক কাজের বাইরে সুযোগ পেলেই তিনি এগিয়ে আসেন মানবতার সেবায়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সারাদিন ‘জনতার মুখোমুখি’ শীর্ষক অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন মেয়র। সেখানে তিনি বলেছিলেন, আমার অফিস যে কেউ এসে দেখা করতে পারেন।

অনুষ্ঠান শেষে মেয়র ফিরলেন তাঁর অফিসে। এসে দেখলেন, তাঁর সঙ্গে দেখা করতে অপেক্ষায় আছেন কক্সবাজারে ঈদগাঁ থেকে আসা এক কোরআনে হাফেজ। নাম তার হাফেজ মাওলানা শওকত। কিডনি রোগে আক্রান্ত সে। হাফেজ শওকতের প্রতিমাসে ডায়ালাইসিস করাতে লাগে অনেক টাকা।

শওকতের সব কথা শুনে মেয়র নিজের মাসিক সম্মানি থেকে অনুদান হিসেবে তাকে দেন ৩০ হাজার টাকা। এসময় মেয়র তাকে পরবর্তীতেও চিকিৎসার ব্যাপারে সহায়তা লাগলে আসতে বলেন।

জয়নিউজ/পার্থ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM