আওয়ামী লীগের উত্তরবঙ্গ যাত্রা

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সফর শুরু হলো আওয়ামী লীগের। এর অংশ হিসেবে শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল আটটায় কমলাপুর রেলস্টেশন থেকে আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হন দলের একটি প্রতিনিধিদল। দুইদিনের সফরে দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

- Advertisement -

ট্রেনে উঠার আগে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের উন্নয়নকাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং সংগঠনকে শক্তিশালী করতেই এই সফর। দলকে শক্তিশালী করতে ভবিষ্যতে নৌ ও সড়কপথেও সফর হবে বলে জানান তিনি। উত্তরাঞ্চলগামী ট্রেনটিতে যাচ্ছেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা ও গণমাধ্যমকর্মী।

- Advertisement -google news follower

ঢাকা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি নীলফামারি গিয়ে থামবে। যাত্রাপথে ওবায়দুল কাদের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেল স্টেশনগুলোতে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা সফর করবে দলটি।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM