বিলাইছড়িতে মশক নিধন সপ্তাহের সভা

0

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্য বিষয়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে বিলাইছড়িতে বৃহস্পতিবার (২৫ জুলাই) র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান অমরজীব চাকমা।

বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অংচাখ্যই মারমা , সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাথোয়াই মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চাকমা ও জাইকা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা।

বক্তারা বলেন, ডেঙ্গু সারাদেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সরকার ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের কর্মসূচি হাতে নিয়েছে। সবাইকে সচেতন হয়ে বাড়িঘরের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে। তাই জনগণকে সচেতন থাকতে হবে।

জয়নিউজ/অসীম/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM