পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ, আটক ৪৬ বহিরাগত

চট্টগ্রাম সিটি করপোরেশনের পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের উপ-নির্বাচনে কাজ করতে আসা ৪৬ জন বহিরাগতকে আটক করেছে পুলিশ। তবে তারা কার পক্ষে কাজ করতে এসেছিল তা জানা যায়নি।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ জুলাই)সকালে নির্বাচনি এলাকায় প্রবেশপথ থেকে তাদেরকে আটক করা হয়।

- Advertisement -google news follower

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জয়নিউজকে বলেন, দক্ষিণ চট্টগ্রাম থেকে দুই বাস ভর্তি ৪৬ জন বহিরাগতকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নির্বাচনে কাজ করার জন্য এসেছিল বলে জানায়

গত ১৭ এপ্রিল পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর একেএম জাফরুল ইসলাম মারা যান। ১২ জুন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করা হয়। এ উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-মো.মাসুদ করিম টিটু(রেডিও প্রতীক,একেএম আরিফুল ইসলাম ডিউক (মিষ্টি কুমড়া প্রতীক,মোহাম্মদ শহিদুল আলম (ঘুড়ি প্রতীক), মো. শফি (লাটিম প্রতীক), শাহেদুল ইসলাম (টিফিন ক্যারিয়ার প্রতীক) ও শেখ নায়েম উদ্দীন (ঠেলাগাড়ি প্রতীক)।

- Advertisement -islamibank

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ইলেকট্রনিক ভোটিং মেশিনে(ইভিএম ভোটগ্রহণ শুরু হয়। এ ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ ওয়ার্ডের ১৭টি ভোটকেন্দ্রে মোট ৪৯ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM