রামগতিতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

0

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে রামগতির আসলি পাড়া এলাকা থেকে এ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান, সকালে স্থানীয়রা মেঘনা নদীর রামগতির আসলি পাড়া এলাকায় নদীর পাড়ে অজ্ঞাত যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের হবে বলে জানান পুলিশ।

স্থানীয়রা জানান, কেউ তাকে হত্যা করে মৃতদেহ নৌকায় করে ফেলে দেয়। এছাড়া নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যুর হামলায় নিহতের পর তাকে পানিতে ফেলে দিয়েছে। এ মৃতদেহ ভাসতে ভাসতে এসে নদীর তীরে পৌঁছে। তবে পুলিশ তদন্ত করলে এ হত্যার রহস্য বের হবে বলে মনে করেন স্থানীয়রাসহ জেলেরা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল ইসলাম জয়নিউজকে জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM