বাঁশখালীতে ৪ দোকানে চুরি

0

বাঁশখালীর বৈলছড়ি ও রামদাস মুন্সির হাটে চার দোকানে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার ( ২২ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চোরের দল টিনের চাল কেটে ও দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে চার দোকান থেকে নগদ টাকা ও অন্যান্য মালামালসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈলছড়ি বাজারের আব্দুর শুক্কুর সওগারের পাইকারি দোকান বিছমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে নগদ টাকা ও ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে।

এদিকে, রামদাশ মুন্সিরহাট বাজার কমিটির সভাপতি সুধীর মল্লিক জয়নিউজকে বলেন, বাজারের লোকমান সওদাগরের দোকান, উজ্জ্বল দেবের মেসার্স প্রিয়াংকা স্টোর, অজিত দেবের স্বরূপ স্টোরসহ তিন দোকান থেকে নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

সম্প্রতি ওই বাজারে চুরির উপদ্রপ বেড়ে গেছে বলেও জানান তিনি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রেজাউল করিম মজুমদার জয়নিউজকে বলেন, চুরির খবর শুনেছি। কিন্তু কেউ লিখিত অভিযোগ থানায় এখনো দেননি। তবে বিভিন্ন বাজারের চুরি ঠেকাতে পুলিশ সতর্কে আছেন বলে জানান তিনি।

জয়নিউজ/উজ্জ্বল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM