যুব মহিলা লীগনেত্রী জুলেখা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মানহানির মামলায় মহানগর যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক জুলেখা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

- Advertisement -

সোমবার ২৩ জুলাই মহানগর ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. খায়রুল আমীন এ আদেশ দেন।

- Advertisement -google news follower

জানা যায়, গত বছরের ৪ অক্টোবর জুলেখা বেগমসহ ৩ জনের বিরুদ্ধে নগর যুব মহিলা লীগের আহ্বায়ক সায়রা বানু রুশনী একটি মানহানি মামলা দায়ের করেন।

সোমবার ওই মামলায় অভিযোগ গঠনের দিন নির্ধারিত ছিল। অভিযুক্ত অন্য দুইজন সোনিয়া আজাদ ও আসমানী জুমুর উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন জুলেখা বেগম। পরে এ মামলায় বিচারক জুলেখার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

- Advertisement -islamibank

বাদীর আইনজীবী এ্যাডভোকেট এম. জসিম উদ্দীন জয়নিউজকে বলেন, দুপুরে আমার মক্কেলের দায়ের করা একটি মানহানি মামলায় অনুপস্থির কারণে বিবাদী জুলেখা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া বিচারক তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়ে ১০ অক্টোবর সাক্ষীর দিন ধার্য করেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM