সাতকানিয়া কলেজে নবীন বরণ

0

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। পাইলটসহ সব জায়গায় আজ বাংলাদেশের নারীরা স্থান করে নিয়েছে।

সোমবার (২২ জুলাই) সাতকানিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী দরকার। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশ উন্নত হতে পারে না। শিক্ষার মানোন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে কলেজের আইসিটি ল্যাবকে আধুনিকায়নের ঘোষণা দেন।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান চৌধুরীর সঞ্চালনায় ও অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণচন্দ্র দত্তের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আমিরুল আনোয়ার চৌধুরী।

আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মো. জোবায়ের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবসার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন।

জয়নিউজ/মাহফুজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM