গুজব না ছড়ানোর আহ্বান নগরপিতার

0

নগরবাসীকে গুজব না ছড়ানোর এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ করেছেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সোমবার (২২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে একটি পোস্টের মাধ্যমে এ অনুরোধ করেন তিনি।

বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত পোস্ট করা ওই ছবিতে লেখা ছিল, গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। এই পর্যন্ত গণপিটুনির ফলে যতগুলো নিহতের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি ঘটনা আমলে নিয়ে পুলিশ তদন্তে নেমেছে এবং জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে।

এধরণের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের সামিল এবং গণপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ। আসুন আমরা সবাই সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি এবং কাউকে ছেলেধরা হিসেবে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দেই।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM