অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেপ্তার

0

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানে আগ্রাবাদ এলাকা থেকে অজ্ঞান পার্টির ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস মাইলাম ৭.৫ ট্যাবলেট ও ২টি মলমের বোতল জব্দ করা হয়।

গ্রেপ্তার দুইজন হলো চান্দিনা কুমিল্লার মো. হাবিবুর রহমানের ছেলে মো. হাসান (২৩) ও কচুয়া চাঁদপুরের মো. নূর আলমের ছেলে মো. কালাম (৩২)।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেনের নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে আগ্রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্য হাসান ও কালামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM