উত্তর প্রদেশে বজ্রপাতে নিহত ৩২

0

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বজ্রপাতে ৩২ জন নিহত হয়েছে।

রোববার (২১ জুলাই) একদিনেই এ ৩২ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে। বজ্রপাতে আহত হয়েছে ১৩ জন।

রোববার বজ্রপাতে যারা নিহত হয়েছে তাদের ৭ জন কানপুর, ৭ জন ফতেহপুর, ৫ জন ঝাঁসি, ৪ জন জালাউন, ৩ জন হামিরপুর, ২ জন গাজিপুর এবং একজন করে জাউনপুর, প্রতাপগড়, কানপুর দেহাট ও চিত্রকুটের বাসিন্দা।

এছাড়া শনিবার (২০ জুলাই) দেওরিয়াতে একজন বজ্রপাতে নিহত হয়।

প্রাণহানির এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে অর্থ সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।–এনডিটিভি

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM