পাকিস্তানে পৃথক হামলায় নিহত ৫

0

পাকিস্তানের খাইবার পাখতুনখুয়া প্রদেশের একটি হাসপাতাল ও পুলিশ চেকপোস্টে প্থক হামলায় ৫ জন নিহত হয়েছে।

রোববার (২১ জুলাই) সকালে দেরা ইসমাইল খান এলাকার জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের ভেতরে একটি আত্মঘাতী হামলা চালানো হয়। এ হামলায় আরো ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় পুলিশ জানায়, রোববার সকালে রোগী এবং হাসপাতালের কর্মীরা যখন হাসপাতালে প্রবেশ করছিল সে সময়ই তাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

ওই বিস্ফোরণের পরপরই সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।্

এদিকে রোববার সকালে একই এলাকার কোটলা সাইদানের একটি নিরাপত্তা চেকপোস্টে গোলাগুলির ঘটনায় দুই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM