জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান

0

জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টায় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জানান, জিএম কাদের এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান।

বেশ কিছুদিন ধরেই জিএম কাদের দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। দলটির চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে পার্টির প্রধান কে হবেন, তা নিয়ে কানাঘুষা শুরু হয়।

এরশাদের মৃত্যুর পর বৃহস্পতিবার জাতীয় পার্টি প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসে। এই সংবাদ সম্মেলন থেকে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হলো।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM