বান্দরবানে জিপিএ-৫ পেয়েছে ২২ জন

বান্দরবানে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২২ জন শিক্ষার্থী। তারমধ্যে বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পেয়েছে ১১ জন।

- Advertisement -

বুধবার (১৭ জুলাই) প্রকাশিত রেজাল্টে বান্দরবান জেলায় পাশের হার ৫৯ দশমিক ৭১ শতাংশ।

- Advertisement -google news follower

জেলা প্রশাসনের শিক্ষা শাখা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭৫০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে এক হাজার ৬৪২ জন পরীক্ষার্থী পাস করেছে। আর এইচএসসি জিপিএ-৫ পেয়েছে ২১ জন পরীক্ষাথী। এদের মধ্যে বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ জন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়েছে ১০ জন শিক্ষার্থী। তারমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০ জন, মানবিক থেকে ৩ জন এবং ব্যবসা থেকে ৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১১ জন ছেলে এবং ১০ জন মেয়ে।

অপরদিকে মাদরাসায় নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনষ্টিটিউট আলীম মাদ্রাসা থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।

জয়নিউজ/শাহরিয়া/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM