কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই ওয়াসার লাইনের পানি বোতলজাত করে ফিল্টারের পানি বলে বাজারজাত করছে চট্টগ্রামের কিছু প্রতিষ্ঠান। আবার খালি বোতলে ওয়াসার লাইনের ফুটো থেকে বের হওয়া পানি ভরেও বিক্রি করেন অনেকে। নগরের অলংকার মোড় থেকে এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া