সেকেন্ডে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের ৩৩ হাজার কিউসেক পানি

টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়ায় বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩৩ হাজার কিউসেক পানি ছাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন।

- Advertisement -

সূত্র জানা যায়, মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে হৃদের পানি বাড়ায় ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পানি বেড়ে হৃদে পানি রয়েছে ১০৬ দশমিক ৩০ এমএসএল। যা স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ৯ ফুট পানি বেশি। ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়ার কারণে ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

- Advertisement -google news follower

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ড. এম এম এ আব্দুজ্জাহের জানান, স্বাভাবিকের চেয়ে প্রায় ১৯ দশমিক ৯ ফুট বেশি পানি থাকায় ১৬টি স্পিলওয়ে খুলে দিয়ে পানির চাপ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বিদ্যুৎকেন্দ্রের আরেকটি ইউনিটে যান্ত্রিক ক্রুটি থাকায় এটি বন্ধ রাখা হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM