সন্দ্বীপে ৪ ডাকাত গ্রেপ্তার

সন্দ্বীপে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

- Advertisement -

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুলাই) পুলিশের এক অভিযানে মগধরা ইউনিয়নের বাংলা বাজারে সংঘটিত ৩টি দোকান ডাকাতির ঘটনায় জড়িত মো. সাইফুল নামে একজনকে আটক করা হয়।

- Advertisement -google news follower

পরে আদালতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মগধরা ইউনিয়নের মো. মাইন উদ্দিন (৩৭), সন্তোষপুরের মো. রিয়াদ (২৫) ও মগধরার মো. ইব্রাহীমকে (২৮) আটক করে পুলিশ।

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাবাজারে ডাকাতিতে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি কিরিচ, ২টি ছোরা, ১টি তালা কাটার যন্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

মঙ্গলবার বিকাল ৩টায় সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ‘সন্দ্বীপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে।’এসময় গ্রেপ্তার ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উপস্থাপন করা হয়।

জয়নিউজ/ইলিয়াছ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM