রামগড়ে বন্যার্তদের ত্রাণ বিতরণ

0

খাগড়াছড়ির রামগড়ে পানিবন্দি ৯০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, চিড়া, ডাল, লবন, ম্যাচ, বিস্কুট, মুড়ি বিতরণ করা হয়।

উপজেলার ফেনীরকুল, গর্জনতলী, মহামুনি, সোনাইপুল, কালাডেবা, মাষ্টার পাড়া, লাচাড়ি পাড়া, কাশিবাড়ি, বল্টুরামসহ বিভিন্ন এলাকার নিচু জায়গা প্লাবিত হয়ে বসতবাড়ি ও পুকুরের রাস্তা তলিয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ৯০ পরিবারের মাঝে চাল, চিড়া, ডাল, লবন, ম্যাচ, বিস্কুট, মুড়ি বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, নারী ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পৌর মেয়র কাজী মো. শাহজাহান, ওসি তারেক মো. হান্নান কাউন্সিলর বাদশা মিয়া প্রমুখ।

জয়নিউজ/শ্যামল/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM