কক্সবাজারে ২ মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

0

কক্সবাজার কলাতলী বাইপাস সড়কের কাটা পাহাড় থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪০০ পিস ইয়াবা, ২টি অস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলো শুক্কুর আলী ও বাবু আহমেদ রাজ। এরা রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৫ জুলাই) দুপুরে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলাতলী বাইপাস সড়কের পাশে কাটা পাহাড় এলাকায় দু’টি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, তারা দু’জন মাদক ব্যবসায়ী ছিল। মাদক বিক্রির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় তারা মারা গেছে।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM