কাপ্তাই হ্রদে অজ্ঞাত মরদেহ উদ্ধার

0

কাপ্তাইয়ের কলমীছড়া এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অজ্ঞাত (৫০) আদিবাসীর মরদেহ উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাপ্তাই খালের মুখ সংলগ্ন কলমীছড়া এলাকার কাপ্তাই হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটিতে পচন ধরায় অনুমান করা হচ্ছে, এক সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ মুঠোফোনে জানান, স্থানীয়দের কাছ থেকে শুনেছি এর আগে মরদেহটি রাঙামাটির বিলাইছড়ি, কাপ্তাইয়ের হরিণছড়া ও শুকনাছড়িতেও দেখতে পাওয়া গেছে। সেখান থেকেই ভেসে কাপ্তাইয়ে এসেছে।

জয়নিউজ/লাভলু/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM