মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২

0

মিরসরাইয়ের জোরারগঞ্জে ৩৩০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজাসহ ফরহাদ হোসেন রাজু (২৮) ও সোহেল (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

রাজু ভালুকিয়া এলাকার ফজলুল হকের ছেলে ও আকাশ কক্সবাজারের দিদারুল আলমের ছেলে।

শনিবার (১৩ জুলাই) বেলা ১টার দিকে করেরহাটের ভালুকিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার মজুমদার বলেন, শনিবার বেলা ১টার দিকে রাজুর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩৩০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM