টানা বৃষ্টিতে পাহাড়ধস

0

টানা বৃষ্টির মধ্যে নগরের বায়েজিদ থানা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

আরেফিন নগরের বিশ্ব কবরস্থান সংলগ্ন মাঝেরঘোনা পাহাড়ে শনিবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে পাহাড়ধসের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বলেন, পাহাড়ধসে দু’জন মাটিচাপা পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে নগরে। বৃষ্টির মধ্যে গত কয়েকদিনে নগরীর বিভিন্ন পাহাড়ে ভূমিধসের ঘটনা ঘটলেও তাতে কারও প্রাণহানি হয়নি।

পাহাড়ধসে প্রাণহানি এড়াতে বর্ষার আগে থেকে ঝুঁকিপূর্ণ বসতিগুলো উচ্ছেদে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM