শ্রীলঙ্কায় খেলবেন মাশরাফি, ছুটিতে লিটন

0

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে খেলবেন মাশরাফি। তবে অনিশ্চিত সাকিব, আর থাকছেন না লিটন।

শুক্রবার (১২ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় ছুটি চেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাশ।

নির্বাচক হাবিবুল বাশার বলেন, লিটন শ্রীলঙ্কায় যেতে পারবে না। সে ছুটি চেয়েছে। অন্যদিকে সাকিব ছুটি চাইলেও ওর ব্যাপারটা এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা সবকিছুর জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছি।

হাবিবুল জানান, বিশ্বকাপে চোট নিয়েই খেলেছেন মাশরাফি। শ্রীলঙ্কায় যাওয়ার আগে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে।

শ্রীলঙ্কায় ২৬, ২৮ ও ৩১ জুলাই তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এর আগে ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM