পদ্মা সেতু নিয়ে গুজব, আটক ১

0

পদ্মা সেতু তৈরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে আরমান হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত দেড়টার দিকে আনোয়ারা তৈলারদ্বীপের  বারখাইন এলাকা থেকে তাকে আটক করা হয়। আরমান বারখাইনের মো. হাশেমের ছেলে। সে পেশায় একজন মুরগী ব্যবসায়ী বলে জানা গেছে।

র‌্যাব-৭ কোম্পানি কমান্ডার মেহেদী হাসান জয়নিউজকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে’ এমন গুজব ছড়িয়ে আসছিল আরমান। গুজব ছড়ানোর অভিযোগে তাকে আটক করে আনোয়ার থানায় সোপর্দ করা হয়েছে।

তার কোনো রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হবে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM