কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0

বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) র‍্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে রেষ্ট হাউজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আশরাফ আহমেদ রাসেল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপোজ্জল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, মেডিকেল অফিসার ডা. নাজমা ইলিয়াছ, ইউবিআর এনজিও কর্মকর্তা কাজী মুশফিকুল ইসলাম প্রমুখ।

সভা শেষে শ্রেষ্ঠ মাঠকর্মী হিসেবে পরিবার পরিকল্পনা বিভাগের উমরাচিং মারমা, ফজলুল করিম, থুইক্রাচিং মারমা, নাজমা আক্তার ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালকে পুরস্কৃত করা হয়।

সভার আগে এক বর্নাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জয়নিউজ/লাভলু/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM