পাঠানটুলিতে চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার

0

নগরের পাঠানটুলির নজির ভাণ্ডার মাজার গলির একটি ডাক্তারের চেম্বার থেকে মো. মনির হোসেন নামে এক চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একজন নাক. কান ও গলার চিকিৎসক বলে এলাকাবাসী জানায়।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। কয়েকদিন আগে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মনির হোসেনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ জানান, প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে কয়েকদিন আগে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। তবে মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM