আন্দোলনে অচল চট্টগ্রাম নার্সিং কলেজ

শিক্ষার্থীদের দাবির মুখে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম। ক্লাস-পরীক্ষা বর্জন ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে টানা ষষ্ঠদিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

- Advertisement -

শনিবার (৬ জুলাই) থেকে চলা এ চার দফার আন্দোলন বৃহস্পতিবার (১১ জুলাই) বিক্ষোভ মিছিলে রূপ নেয়।

- Advertisement -google news follower

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন (বিবিজিএসএনএ) এর নেতৃত্বে শিক্ষার্থীদের এ আন্দোলন সংগঠিত হচ্ছে। বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়ে কর্মসূচিতে দাবির পক্ষে স্লোগান দেন তারা।

জানতে চাইলে অ্যাসোসিয়েশনেরর সহ সভাপতি সাব্বির আহমেদ জয়নিউজকে জানান, চার দফা দাবি আদায়ে আজ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কলেজের সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ষষ্ঠদিনেও দাবি বিষয়ে কোনো সাড়া মেলেনি বলে জানান তিনি।

- Advertisement -islamibank

এর আগে নার্সিং পেশায় স্বতন্ত্র ক্যাডার সার্ভিস (বিসিএস) চালু, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা, নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর এবং পুরাতন পাঠদান পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাসন্তী রায় জয়নিউজকে বলেন, আমরা সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছি। দাবি বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলুন, তারাই ভালো বলতে পারবেন।

তিনি জানান, এখনও পর্যন্ত শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়নি। কিন্তু এটি দীর্ঘদিন ধরে চললে সমস্যা হতে পারে।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM