ব্রাঞ্জেলিনাকে সংসার করতে বললেন জজ

0

হলিউডের জনপ্রিয় জুটি ব্র্যাডপিট ও অ্যাঞ্জেলিনা জোলির ডিভোর্স চান না জজ লিন টলার।

তিনি বলেন,‘এই নোংরা বিচ্ছেদ যুদ্ধ বন্ধ করে ব্র্যাঞ্জেলিনার আবার সংসার করা উচিত।’ জজ দুঃখ প্রকাশ করে বলেন,অভিনয় শিল্পীরা তো আমাদের মতই সাধারণ মানুষ। আদর্শ দম্পতির উদাহরণ দিতে গিয়ে আমি সবসময় ওদের কথা বলতাম।

দুই বছর ধরে ছয় সন্তানের কাস্টোডি নিয়ে এই দম্পতি যুদ্ধ করছেন। ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির মাধ্যমে কাছে আসেন এই বিখ্যাত জুটি। এরপর ২০১৪ সালে বিশ্ব মেতে ওঠে তাদের বিয়ের খবরে। ২০১৬ সালে তাদের ডিভোর্স কেস ফাইলের খবরে অবাক হয় ভক্তরা। জানা যায়, ছেলে ম্যাডক্সের সাথে ব্র্যাড দুর্ব্যবহার করেছেন বলেই বিচ্ছেদ চেয়েছেন জোলি।-ই টাইমস্

জয়নিউজ/এডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM