ঐক্যবদ্ধ থাকলে মুসলমানদের ভাগ্য নিয়ে কেউ খেলতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই মুসলমানদের ভাগ্য নিয়ে কেউ খেলতে পারবে না। এজন্য ওআইসি সদস্য দেশগুলোকে সতর্ক থাকতে হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দুই দিনব্যাপী ‘ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। এজন্য রোডম্যাপ থাকা জরুরি।
এ সময় পর্যটক বাড়াতে ওআইসি দেশগুলোকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ওআইসির অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মুসা কুলাকলিকায়াসহ ৩০টি সদস্য দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

উদ্বোধনী অধিবেশনের পর বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি) বিকালে ওআইসি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য ঢাকা শহরে ট্যুরের ব্যবস্থা করেছে। ওআইসি প্রতিনিধিদল শুক্রবার (১২ জুলাই) নারায়ণগঞ্জে পানাম নগরী পরিদর্শন করবে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM