বৃষ্টি কমলেও পানি সরেনি রিয়াজউদ্দিন বাজারে জয়নিউজ ডেস্ক 10 July 2019 4:03 pm 0 শেয়ার টানা বর্ষণে রিয়াজউদ্দিন বাজার কাদাপানিতে থইথই। বুধবার (১০ জুলাই) বৃষ্টির প্রকোপ কমলেও এখনো পানি জমে আছে কাঁচাবাজারে। এতে থমকে আছে বিকিকিনি। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সরছে না বলে অভিযোগ কাঁচাবাজারের ব্যবসায়ীদের। ছবি: বাচ্চু বড়ুয়া। 0 শেয়ার