আরো কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা

0

আগের দিনের মতো মঙ্গলবার (৯ জুলাই) সারাদিনও নগরে থেমে থেমে ভারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আরো কয়েকদিন ভারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৯ জুলাই) নগরে ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ প্রদীপ কান্তি ধর জয়নিউজকে বলেন, চট্টগ্রামে আরো কয়েকদিন ভারি বর্ষণ হতে পারে। একইসঙ্গে পাহাড় ধসের সম্ভাবনাও রয়েছে।

এদিকে ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম জেলা প্রশাসন নগরে ৮টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসরত কয়েক হাজার মানুষকে সরাতে মাইকিং ও উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM