সিআইইউতে মার্কেটিং ক্লাবের কর্মশালা

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ক্লাব কার্যক্রমের আদ্যোপান্ত নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা।

- Advertisement -

সম্প্রতি সিআইইউর ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব নগরের জামাল খান ক্যাম্পাসে এঅনুষ্ঠানের আয়োজন করে।

- Advertisement -google news follower

এতে বিজনেস স্কুলের শিক্ষার্থী ও ক্লাব সদস্যরা অংশ নেন।

কর্মশালা পরিচালনা করেন ফ্রোবেল অ্যাকাডেমির প্রশাসনিক কর্মকর্তা জেসন শর্মা।

- Advertisement -islamibank

তিনি তার বক্তব্যে ক্যাম্পাস ক্লাবের প্রয়োজনীয়তা উল্লেখ করে নেতৃত্বের ধরণ, সদস্যদের মনোভাব, মিটিং আহ্বান, বিভিন্ন পর্ষদের কাজ, কর্মপরিকল্পনা, লক্ষ্যসহ একাধিক বিষয় ছোট ছোট বাক্যে তুলে ধরেন।

জেসন শর্মা এপ্রসঙ্গে বলেন, একটি ভালো ক্লাব প্রতিষ্ঠা করতে হলে চাই সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় আত্মবিশ্বাস। আনন্দ উপভোগ করার পাশাপাশি নতুন কিছু সৃষ্টির জন্য সদস্যদের তাই একসঙ্গে কাজ করে যেতে হবে।

ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাবের প্রেসিডেন্ট শিক্ষার্থী সাঈদ ইয়ামিন বলেন, নতুন সদস্যদের কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

একই রকম অনুভূতি ব্যক্ত করে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নওশীন চৌধুরী বলেন, পড়াশোনা ও সৃষ্টিশীল কাজ-এক অপরের সহায়ক হয়ে হেঁটে চলেছে। সিআইইউর ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাবের প্রতিটি সদস্য নিজেকে উপস্থাপন করার পাশাপাশি এখন মানুষকে বোঝানোর দক্ষতা অর্জন করেছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM