অস্ত্রসহ সন্ত্রাসী জামাই সুমন গ্রেপ্তার

0

নগরের খুলশী সেগুনবাগান এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী মো. তারেক ওরফে জামাই সুমনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রেলওয়ে জাদুঘরের শহিদ মিনারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. তারেক বাঁশখালীর নাফরা বাজারের মৃত আব্দুল গণির ছেলে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ মো. তারেককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া নগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM