চোখ খুলছেন এরশাদ

0

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই জিএম কাদের।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে এক প্রেস কনফারেন্সে এই তথ্য দেন তিনি।

তিনি জানান, এরশাদের শারীরিক অবস্থা আগের তুলনায় একটু ভালো হয়েছে। তিনি ডাকে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলে তাকাচ্ছেন। তাঁর চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো।

গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। তিনি হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM