বিমানবন্দর সড়কে যানজটে যাত্রীদের দুর্ভোগ

0

ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে নগরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

কাস্টম মোড় থেকে বিমানবন্দর সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে যানবাহনগুলো। যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বিদেশগামী যাত্রীদেরও।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে কাস্টম মোড় থেকে বিমানবন্দর সড়কে যনজটের সৃষ্টি হয়। এদিকে টানা বর্ষণের কারণে এ সড়কে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

ঢাকাগামী বিমানের যাত্রী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস তার নিজের ফেসবুক টাইমলাইনে লেখেন, চট্টগ্রামে উন্নয়নের জোয়ার! বিমানবন্দর সড়কে যানজটে পড়ে ফ্লাইট মিস! হাজার হাজার মানুষ দুর্ভোগে। কর্তারা কি টাকা ফেরত দেবেন?

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জয়নিউজকে বলেন, যানজট নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

এদিকে জিইসি থেকে মুরাদপুর হয়ে বহদ্দারহাট পর্যন্ত, দুই নম্বর গেটে কিছুক্ষণ পর পর যানজটের সৃষ্টি হচ্ছে। ভারি বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও উঠেছে হাঁটুসমান পানি।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM