লালখান বাজারের ঘটনায় তিন আসামির ৩ দিনের রিমান্ড

0

নগরের লালখান বাজার আওয়ামী লীগের অফিসে ভাঙচুর মামলায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুলাই) চট্টগ্রাম মেট্টোপলিটিন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত এ আদেশ দেন। তিন আসামি হলেন মো. শাহজাহান , মোহাম্মদ আলী ও সবুজ মিয়াজী।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দীন আহমেদ জয়নিউজকে বলেন, তিন আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হলে শুনানী শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারীরা  ২৮ ও ২৯ জুন দুই দফায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়।

জয়নিউজ/রিফাত/বিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM