চবিতে প্রথম নারী সহকারী প্রক্টর

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন দুইজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন নারী। চবির ইতিহাসে প্রক্টরিয়াল বডিতে এই প্রথম কোনো নারী সদস্য স্থান পেলেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইয়াকুব।

সোমবার (৮ জুলাই) সকালে তাদের নিয়োগ দেওয়া হয়। ওইদিন তাঁরা যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ। তিনি বলেন, উপাচার্যের আদেশে দুই শিক্ষককে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM