প্রতারণার শিকার ৬৫ বাংলাদেশি

0

মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। দেশটির নেগ্রি সেমবিলান রাজ্যের বান্দার বারনিলাই এলাকা থেকে তাদের উদ্ধার করে অভিবাসন দপ্তর।

মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের তথ্যমতে, উদ্ধারকৃতরা সবাই বাংলাদেশি। তারা পাচারের শিকার হয়েছেন।

ভালো বেতনে কাজের প্রলোভন দেখিয়ে তাদের আটকে রেখেছিল একটি চক্র।

অভিবাসন দপ্তরের মহা-পরিচালক দাতুক সেরি মুসতাফর আলী জানান, একটি প্রতিষ্ঠানের ডরমিটরি থেকে তাদের উদ্ধার করা হয়েছে। কিন্তু সেই ৬৫ বাংলাদেশির পরিচয় মেলেনি। সেখান থেকে ৩৭৭টি পাসপোর্ট, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাক্ষরিত চুক্তির কপি ও ৬১টি নথি জব্দ করা হয়।

মুসতাফর আলী বলেন, এই শ্রমিকদের সাথে প্রতারণা করা হয়েছে। তারা পাঁচ মাস কোনো পারিশ্রমিক পায়নি। অভিযুক্ত প্রতিষ্ঠানের দুই পরিচালককে আটক করেছে পুলিশ।

জয়নিউজ/এডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM